সি এস নীহার আপনার নোংরামিটা এবার বন্ধ করুন। প্লিজ। আপনি যে ধরনের কথাবার্তা বলেন এগুলোকে ভারতীয় সংবিধানে কী বলে আপনি জানেন? ভারতীয় সংবিধানটা একটু পড়ুন? আছেন তো ভন্ডধার্মিক সেজে। ধর্মের কিছুই তো মানেন না। ধর্মগ্রন্থ গুলো পড়েন বলেও তো মনে হয় না। সবসময় তো মুসলমান আর ইসলামের বিরুদ্ধেই বলে যান একতরফা ভাবে। আবার ভয় পেয়ে ডিলিটও করে দেন।
আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে। মাথাটা একটু দেখান। মানসিক সমস্যায় ভুগছেন আপনি। একটা রাজনৈতিক পোস্টকেে ধর্মীয় পোষ্ট বলে দিলেন। তার মধ্যে ধর্মীয় বিদ্বেষও খুঁজে পেলেন!! বলিহারি আপনার দেশ ভক্তি। দেশের মানুষের বিরুদ্ধে বিষোদগার করে দেশ ভক্তি দেখাচ্ছেন।😆😆🙏🙏
শুনুন আপনার চেয়ে কম কথা আমি জানিনা। আবার ভদ্রতার মুখোশ পরেও থাকি না। উপযুক্ত জবাব দেয়ার ক্ষমতা রাখি আমি। আচ্ছা আপনি বাচ্চাদের মতো ভয় দেখান কেন? যুক্তি-তর্ক দিয়ে মতামত খন্ডন করার ক্ষমতা নেই তাই? চেষ্টা করুন বিশ্বাসে ভর না করে যুক্তি ও তথ্যের উপর ভর করার এবং বিজ্ঞানমনস্ক ভাবনা চিন্তার অধিকারী হওয়ার। দেখবেন আপনিও পারবেন। মানুষকে যুক্তি বুদ্ধি দিয়েই পরাস্ত করতে। তার জন্য হুমকি দেয়া দরকার হবে না।
আমার কথার মধ্যে ধর্মের বিরুদ্ধে আক্রমণ করা কোথায় রয়েছে? শিক্ষিত দাবি করেন, ধর্ম আর ধর্মান্ধতার পার্থক্য বোঝেন না? আবার নিজেকে শিক্ষিত বলে দাবি করেন? নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত দাদা।
মানুষকে অন্ধ বিশ্বাসী তোরে তোলার চেষ্টা করা, রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে রাজনৈতিক স্বার্থসিদ্ধি করা মস্তবড় ভণ্ডামি। আপনি আর আপনার দলের নেতারা নিয়ম করে এই ভণ্ডামি করে চলেছেন। মুখ খুলেছেন কখনও তার বিরুদ্ধে? আমি সেই ভন্ডামির বিরুদ্ধেই বলেছি। এটাকে ধর্মের বিরুদ্ধে বলা বোঝায় না।
আচ্ছা, আপনি কি হিন্দু ধর্মের ঠেকা নিয়ে বসে আছেন? না এই ধর্মের একজন স্কলার? যে এ বিষয়ে একমাত্র আপনি যা বুঝবেন তা-ই সকলকে বলতে হবে, বুঝতে হবে?
আচ্ছা, বলুন তো ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী আমি ভারতবিরোধী? ধর্মবিদ্বেষী?
ভিন্ন ধর্মের বিরুদ্ধে মানে কী? এখানে ধর্মের বিরুদ্ধে কী বলা হল? বলা হয়েছে রাজনীতিবিদদের ভন্ডামির বিরুদ্ধে।
প্রকৃত ভারত বিদ্বেষী হচ্ছেন আপনি। কারণ, ভারতকে অন্ধকারে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আপনি। মানুষের সঙ্গে মানুষের বিভেদ তৈরি করছেন আপনি। কুসংস্কারের সঙ্গে ধর্মকে গুলিয়ে দিতে চাচ্ছেন আপনি।
কাকে ভয় দেখাচ্ছেন? নিজেকে আগে সামলান। আপনার মত মানুষের কাছ থেকে দেশপ্রেম শিখতে চাই না।
দেশপ্রেম মানে দেশকে ভালোবাসা। দেশের মানুষকে ভালোবাসা। তাদেরকে বিজ্ঞান-প্রযুক্তির আলোয় নিয়ে আসার চেষ্টায় হাত লাগানো। ধর্মীয় কুসংস্কার, অন্ধ বিশ্বাস থেকে মানুষকে মুক্ত করা। আমি সেই গুলোই করছি। করেন এসব আপনি? করেন আপনার দলের মানুষরা? মন্দির মসজিদে মানুষ যায়। কিসের জন্য যায়? উত্তর আছে আপনার কাছে?
ধর্মীয় বিশ্বাস মানুষের একান্ত ব্যক্তিগত। সেটাকে রাষ্ট্রীয় জীবনের সঙ্গে জুড়ে মানুষকে ধর্মীয় উন্মাদে পরিণত করা হয় যখন তখন তাকে কি ধর্ম বলে?
যা বলেছি। বলবো। লিখেছি। আবারো লিখব। আপনার ক্ষমতা থাকলে আটকান।
ভারতের বহুমাত্রিক সাংস্কৃতিক ধর্মীয় বৈচিত্র্যকে আমি সম্মান করি। ভারতীয় সংবিধানের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। আছে বলেই আমি আপনার মত সংবিধানবিরোধী কথা বলি না। সংবিধান যে অধিকারটুকু দিয়েছে সেই অধিকারটুকু মাথায় রেখেই যা বলার বলি।
বুঝলেন কিছু? বুঝন। বোঝার চেষ্টা করুন। মাথা ঠান্ডা করে ভাবুন। যারে দেখতে নারি তার চলন বাঁকা এগুলো লেখাপড়া না জানা অশিক্ষিত মানুষের জন্য সাজে। আপনার জন্য সাজে না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন